কুবি বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও হায়দার মাহমুদ

আপডেট: January 29, 2023 |

কুবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে পদোন্নতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ক্যাডেট সার্জেন্ট হায়দার মাহমুদ।

শনিবার (২৮শে জানুয়ারি) রেজিমেন্ট ক্যাম্প চলাকালীন সময়ে ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম তাকে র‌্যাঙ্কব্যাজ পরিয়ে দেন।

এর আগে, গত ২৬ শে জানুয়ারি সিইউও পদে পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়। এসময় লিখিত, ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন।

বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনে সিইউওর দায়িত্ব পালন করছেন বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাসানুর রহমান। চলতি বছরের ৩১শে জানুয়ারি সিইউও মোঃ হাসানুর রহমান এর মেয়াদ শেষ হবে। ১লা ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছরের জন্য হায়দার মাহমুদ এ দায়িত্ব পালন করবেন।

সিইউও নির্বাচিত হওয়ার অভিব্যক্তিতে হায়দার মাহমুদ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সিইউও হিসেবে আমাকে ময়নামতি রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সুষ্ঠুভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং একইসাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। সবাই দোয়া করবেন যাতে আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারি।”

উল্লেখ্য, গত ২৪-২৯ জানুয়ারি পর্যন্ত লালমাই সরকারি কলেজ প্রাঙ্গনে রেজিমেন্ট ক্যাম্পিং ২০২২-২৩ অনুষ্ঠিত হয়। ২৯শে জানুয়ারি উক্ত ক্যাম্পের সমাপনী প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন এর প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলামসহ অন্যান্য বিএনসিসিও, পিইউও, টিইউও এবং ময়নামতি রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়নের ক্যাডেটবৃন্দসহ সামরিক-বেসামরিক প্রশিক্ষকগণ।

Share Now

এই বিভাগের আরও খবর