প্রাথমিকের প্রধান শিক্ষক বদলি শুরু এপ্রিলে

সময়: 8:27 am - January 31, 2023 | | পঠিত হয়েছে: 3 বার

আগামী এপ্রিল মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসের মহামারির কারণে গত তিন বছর প্রধান শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত ছিল। ওই সময়ে প্রায় চার হাজার আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন বাতিল বলে গণ্য হবে। যেসব প্রধান শিক্ষক বদলি হতে চান তাদের নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে বদলির জন্য মনোনীত করা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম চলছে। এটি শেষ হলে প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হবে। এর মধ্যে যোগ্যদের পছন্দের স্থানে বদলি করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর