পাঁচতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট: February 4, 2023 |
print news

রাজধানীর বংশালে ডেকোরেশনের কাজ করতে গিয়ে পাঁচতলা ভবন থেকে পড়ে উজ্জ্বল মুন্সী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় চান বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতের সহকর্মী বিল্লাল মিয়া বলেন, সন্ধ্যায় চান বাবুলের বাড়ির পাঁচতলায় লাইটিংয়ের কাজ করার সময় উজ্জ্বল মুন্সী অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে অবহিত করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর