মোংলায় পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

আপডেট: February 11, 2023 |
aaa 10
print news

বাগেরহাট প্রতিনিধি: মোংলার রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও মোংলা থানা–পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন।

খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে আজ সকালেই লাশটি ফেলে রাখা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর