এইচএসসি পাস করা শিক্ষার্থীদের তুলনায় আসন সংখ্যা বেশি আছে: শিক্ষামন্ত্রী

আপডেট: February 11, 2023 |
inbound1077062274737920771
print news

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের তুলনায় আসন সংখ্যা অনেক বেশি আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এসএসসি যারা পাস করেন, তারা পেশাগত যে শিক্ষা কেউ কেউ চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে এবং আইনে ভর্তি হন।

অনেকে আছেন বিশ্ববিদ্যালয় যান উচ্চশিক্ষা অর্জন করতে। কেউ কেউ কারিগরি শিক্ষা নেন। আবার অনেকে আমাদের যে ২২৫৭টি কলেজ আছে সেখানে উচ্চশিক্ষার জন্য যান।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যা কিছুই করছি, সবই নতুন প্রজন্মের জন্য। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন তার কন্যা আমাদের দেখাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার মূল কারিগর হবেন আমাদের নতুন প্রজন্ম।

আমাদের কাজ হচ্ছে সব জঞ্জাল সরিয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য একটি মসৃণ পথ তৈরি করে দেওয়া।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

Share Now

এই বিভাগের আরও খবর