জাদুঘরে “ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: February 15, 2023 |

“ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেন, ভাষা আন্দোলন করার কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। জাতির পিতা ভাষা আন্দোলনকে সংগঠিত করেছে।

তিনি বলেন,বিশ্বের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভাল আছে। আমরা লক্ষ্য করেছি, বৈশ্বিক মন্দার কারণে লন্ডনের লক্ষ লক্ষ মানুষ তিন বেলা খেতে পাচ্ছে না।করোনা মহামারি খুব ভাল করেই সামাল দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি মিথ্যাচার করছে। মিথ্যাচার আর মানুষ খুন খালেদা জিয়ার দুই গুণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনকে সংগঠিত করেন। ভাষা আন্দোলন করার জন্যই তাকে গ্রেফতার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেই বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন।

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, দেশে গণতন্ত্র বিরাজ করছে। গণতন্ত্র বিরাজ করছে বলেই বিএনপি জামাত কর্মসূচি পালন করছে। বিএনপি জামায়েত সভা সেমিনারে ‘ গণতন্ত্র নেই’ বলে গলা ফাটাতে পারছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশ বিরোধীদের প্রতি সজাগ দৃষ্টি রেখে অপপ্রচার রোধ করতে হবে।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক অজয় দাশ গুপ্ত, ভাস্কর রাশা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন।

Share Now

এই বিভাগের আরও খবর