বাগেরহাটে পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির শরনখোলা পরিদর্শন

আপডেট: February 15, 2023 |
Bagerhat Photo 1 15. 02. 2023 d.doc 11zon
print news

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও জেলা পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির যৌথ উদ্যোগে শরোনখোলা উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির বার্ষিক যৌথ কর্ম পরিকল্পনা পরিদর্শন করেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবার উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক মো: রফিকুল ইসলাম, পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির সাধারন সম্পাদক তাসলিম আহম্মেদ টংকর, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল সরকার, সদস্য পারিজাত কুমার পাল, স্থানীয় খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান জকির হোসেন খানসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ক্রেইন প্রজেক্টের পক্ষে নিউট্রেশনিষ্ট হোসনেয়ারা বেগম, প্রকল্প স্বমন্বয়কারী মামুনুর রশীদ, প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট আব্দুল বাকি উপস্থিত ছিলেন। প্রতিনিধী দল শরোনখোলা উপজেলায় ক্রেইন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

Share Now

এই বিভাগের আরও খবর