শ্রীপুরে নির্মানাধীন ভবনের ছাদ ধ্বসে দুই শ্রমিক নিহত

আপডেট: February 15, 2023 |
SC Shopping DSCF6368 copy 11zon 11zon
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার ভবনের নির্মানাধীন ছাদ ধ্বসে দুই শ্রমিক মারা গেছে। এখন আরো কয়েকজন হতাহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে চারটায় শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার হ্যামস্ গার্মেন্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম (২১) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে। সে ওই কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিল।অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

স্থানীয়রা জানান, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস্ গার্মেন্টস্ লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকেল চারটার দিকে ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মানাধীন ভবনটি ধ্বসে পড়ে। এর নিচে চাপা পড়েন ঢালাই কাজে থাকা নির্মান শ্রমিকরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার বিকেলে হ্যামস্ গার্মেন্টেসের ছাদ ঢালাই করার সময় নির্মানাধীন ভবনটি ধ্বসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আরিফুল সহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মামুন একজন গুরুতর আহত হয়েছে।

উদ্ধার কাজ করছে শ্রীপুর ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর