ছেলের মুখেভাত অনুষ্ঠানে পথশিশুদের খাওয়ালেন পরীমনি

আপডেট: February 15, 2023 |
boishakhinews 31
print news

পরীমনি-শরীফুল রাজের ছেলে রাজ্য ১১ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ করেছে। ছয় মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়।

ছেলের মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে বেছে নিয়েছিলেন এই তারকা দম্পতি। বিশেষ এই দিনে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দিয়েছে পরীর ছেলে।

গতকাল রাতে সেই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরী।

ছবিতে দেখা যাচ্ছে, বাসার ছাদে শামিয়ানা-ঝাড়বাতি দিয়ে আয়োজন করা হয়েছে বসার স্থান। মেঝেতেই বসে পড়েছেন সবাই। ছেলের মুখেভাত অনুষ্ঠানে পথশিশুদের খাবার পরিবেশন করেছেন পরী নিজেই।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরো ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর