জয়পুরহাটে ভুয়া মেজর ও সহযোগী গ্রেফতার

আপডেট: February 16, 2023 |
WhatsApp Image 2023 02 15 at 22.08. 1 11zon
print news

জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় প্রদান করে মেসওয়েটার পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্ষের মূলহোতা ভুয়া মেজর ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গত (বুধবার ১৫ ফেব্রুয়ারী) বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভুয়া মেজর বগুড়ার গাবতলী উপজেলার কামার চট্র গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আরিফুর রহমান(৫২) জয়পুরহাট ও সদর উপজেলার দাদরা জন্তি গ্রামের রসিক মন্ডলের ছেলে আব্দুল গনি মন্ডল(৫৭)।

জয়পুরহাট র‍্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসতে ছিল। ২০২০ সালে চাকরি প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লাখ নিয়ে জাল নিয়োগপত্র দেয়, পরে ভুক্তভোগী নিয়োগপত্রটি জানতে পেরে জয়পুরহাট র‍্যাব- ৫ এ একটি অভিযোগ দেয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে জাল কাগজপত্র সহ গ্রেপ্তার করা হয়।

পরে ভুক্তভোগী জয়পুরহাট থানায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।

Share Now

এই বিভাগের আরও খবর