সমালোচনার জবাব মাঠেই দিতে হয় : ইমরুল কায়েস

আপডেট: February 17, 2023 |
boishakhinews 39
print news

বৃহস্পতিবার মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক হিসেবে ইমরুল কায়েস জিতলেন তৃতীয়বার। চ্যাম্পিয়ন হয়ে ইমরুল বললেন, সমালোচনার জবাব মাঠেই দিতে হয়।

সংবাদ সম্মেলনে ইমরুল কায়েস বলেন, ‘আমি যখন প্রথম অধিনায়কত্ব করি কুমিল্লাতে, তখন স্টিভেন স্মিথ অধিনায়ক ছিল। সে চলে যাওয়ার পর আমাকে নিয়ে অনেক কথা হয়েছে যে আমি ভারপ্রাপ্ত অধিনায়ক…। তবে সবকিছু তো আসলে বাইরে থেকে প্রকাশ করা যায় না। মাঠেই করে দেখাতে হয়।’

সফল হওয়ার কারণ জানিয়ে ইমরুল বলেন, ‘আমি স্যারের (কুমিল্লা কোচ সালাউদ্দিন) সঙ্গে যেভাবে আলোচনা করি, আমাদের খেলাটা নিয়ে, কুমিল্লার ভালোর জন্য। সত্যি বলতে, ঘরোয়া ক্রিকেটে যখনই খেলি না কেন, অনেক পরিকল্পনা করে, চিন্তা-ভাবনা করে ক্রিকেট খেলি। এটার জন্য হয়তো সফল হই।’

ইমরুল আরো জানান, ‘কুমিল্লা একটি ব্র্যান্ড। অনেক ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো করে বা খারাপ করে, এরপর তারা ছেড়ে দেয়। আশা ছেড়ে দেয়। কিন্তু এরা (কুমিল্লা) এক বছর ধরে যেভাবে পরিকল্পনা করে যে পরবর্তী ভিশন কী হবে, স্যার (কোচ) যেটা বললেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ি এবং আমাদের লক্ষ্য এরকম থাকে যে আমরা রানার্সআপ হওয়ার জন্য দল গড়ি না।’

Share Now

এই বিভাগের আরও খবর