ঝালকাঠিতে এক লাখ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে

আপডেট: February 18, 2023 |
Boishakhinews24.net 145
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে আগামী ২০ ফেব্রুয়ারি এক লাখ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের দশ হাজার ১৩ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৮৭ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।

২০ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ সেচ্ছাসেবী।

শনিবার সকাল ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এইচ,এম জহিরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।

সিভিল সার্জন ডা. এইচ,এম জহিরুল ইসলাম জানান, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায় উল্লেখ করে গুরুত্বপূর্ণ এ ক্যাম্পেইনকে সফল করতে সভায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর