লালপুরে কৃষি প্রযুক্তি মেলা শুরু

আপডেট: February 19, 2023 |
Boishakhinews24.net 159
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামপ্রমুখ।

মেলায় মোট ১৬টি ষ্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনের পরে অতিথিরা মেলার এসকল ষ্টল ঘুরে দেখেন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২২-২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী এ মেলা শুরু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর