চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন ২৭ এপ্রিল

আপডেট: February 22, 2023 |

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১৫তম কমিশন সভা শেষে ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৭ মার্চ। মনোনয়ন পত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহার ৫ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল।

ভোট গ্রহণ করা হবে গতবারের মতো ইভিএম পদ্ধতিতে তবে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

২০২০ সালের ১৩ জানুয়ারী এই আসনের উপনির্বাচনে ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন। গত ৫ ফেব্রুয়ারী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে, রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়

Share Now

এই বিভাগের আরও খবর