চিত্রা নদীতে ৭১ নৌকা ভাসিয়ে ভাষা শহীদদের স্মরণ

আপডেট: February 22, 2023 |

টিপু সুলতান. ঝিনাইদহ প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে ঝিনাইদহ কালীগঞ্জে চিত্রা নদীতে ৭১ কাগজের প্রতিকী নৌকা ভাসিয়ে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানালো স্বেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যরা।

বুধবার সকালে পৌরসভার বলিদাপাড়া এলাকায় তারা রং বে রঙের ৭১টি কাগজের নৌকা ভাসায়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত, সহ-সভাপতি ইতি ব্যানার্জী, মাহাবুর রহমান মাহফুজ, সাধারন সম্পাক মুজাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়া বিশ্বাস, শাহিমা সুলতানা, শিরিনা আক্তার বৃষ্টি, তানজিমুল হাসান বাপ্পি, তুলি বিশ্বাস, তানভীর হোসেন মুন্না, অনিক সাহাসহ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সদস্যবৃন্দ।

সভাপতি ফাওজুর রহমান সাবিত জানান, তার সংগঠনের সদস্যরা জাতীয় শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে মোবারকগঞ্জ চিনিকল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। পরে শহীদদের স্মরণে ৭১টি প্রতিকি কাগুজে নৌকা তৈরি করে চিত্রা নদীতে ভাসায়ে দেন।

Share Now

এই বিভাগের আরও খবর