নাটোরের অগ্নিকান্ডে ৪ গোবাদি পশুর মৃত্যু

আপডেট: February 26, 2023 |
inbound5014417516066050411
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে হারুন অর রশীদ নামে এক কৃষকের গোয়াল ঘর ভষ্মিভুত সহ ৪ গরু মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি ভুক্তভোগী কৃষকের।

শনিবার রাত ২ টার দিকে উপজেলার দুর্লভপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খাজুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য এসএম আমজাদ হোসেন মন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা রাতে বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে দিয়েছিলেন কৃষক হারুন অর রশীদ।

ওই গোয়াল ঘরে একটি গাভী, দুইটি এড়েঁ গরু ও একটি বকনাসহ ৪টি গরু রাখা ছিল।

রাত আনুমানিক দুইটার দিকে ওই গোয়াল ঘরে আগুন লাগে। মহুর্তের মধ্যে তা দাউদাউ করে জ্বলে ওঠে।

এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনে গোয়ালঘরসহ ৪ টি গরু পুড়ে ভষ্মিভুত হয়ে যায়।

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ হারুন অর রশীদ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

Share Now

এই বিভাগের আরও খবর