টেইলরকে পেছনে ফেলে নতুন রেকর্ড উইলিয়ামসনের

আপডেট: February 28, 2023 |
print news

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেইলরকে পেছনে ফেলে দেশটির পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক এখন কেন উইলিয়ামসন। ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করেন তিনি।

এই ইনিংস খেলার মধ্য দিয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন এই ব্যাটার।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের রান এখন ৯২ ম্যাচে ৭৭৮৭। ১১২ ম্যাচে টেইলর করেছিলেন ৭৬৮৩ রান।

ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে প্রথম তিন ইনিংসে দুই অংকের কোটাও স্পর্শ করতে পারেননি উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ০ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৪ রান ।

টানা তিন ইনিংসের ব্যর্থতায় রান খড়ায় ভুগছিলেন উইলিয়ামসন। অবশেষে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ২৮২ বল খেলে ১২টি চার মারেন উইলিয়ামসন। এই ইনিংসের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান এই ডানহাতি ব্যাটার।

৯২ টেস্টে ২৬টি সেঞ্চুরি, ৩৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। তার ব্যাটিং গড় ৫৩ দশমিক ৩৩।

Share Now

এই বিভাগের আরও খবর