সিংগাইরে হাট-বাজার ইজারা: সিন্ডিকেট ভাঙ্গায় রেকর্ড পরিমান রাজস্ব পাচ্ছে সরকার

আপডেট: March 1, 2023 |
inbound155615044996253657
print news

সোহরাব হোসেন,সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলা ১৪৩০ সনের হাট-বাজারের ইজারায় দরপত্র ঘোষণার শেষ দিন ছিল মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টা।

২৫টি হাট-বাজারের মধ্যে বৃহৎ ও গুরুত্বপূর্নগুলোর সর্বোচ্চ দর গত বছরের চেয়ে দুই থেকে প্রায় ৩০ গুন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী সিরাজপুর সাধারণ ও পশুর হাটের সরকারি মূল্য ৭৫ লাখ ১৫ হাজার ৪০০ টাকা হলেও সর্বোচ্চ ১ কোটি ৫৬ লাখ টাকায় হাটটি পান মো.আজিজুর রহমান। জয়মন্টপ সাধারণ হাট ১৪ লাখ ৭৭ হাজার ৫২৪ টাকার স্থলে ৪৭ লাখ টাকায় হাটটি ইজারা পান মঞ্জুরুল হক।

জয়মন্টপ পশু হাটটি ১১ লাখ ৭৬ হাজার ৪২৪ টাকায় সরকারি মূল্য নির্ধারিত হলেও ১কোটি ৬৪ লাখ টাকায় ইজারা পেয়েছেন মো.আমজাদ হোসেন।

বায়রা সাধারণ ও পশু হাট ৩৩ লাখ ৪৪ হাজার ৬৫৪ টাকা হলেও ৫৮ লাখ ৪২ হাজার টাকায় ইজারা পেয়েছেন রাকিব খান।

সাহরাইল দৈনিক বাজার সরকারি মূল্য ৭ লাখ ৫৬ হাজার ৩৩৬ টাকা হলেও জলিল পত্তনদার সর্বোচ্চ ২৯ লাখ ৫০ হাজার টাকায় ইজারা পেয়েছেন।

চর রাজনগর সাধারণ ও পশুর হাট ১ লাখ ১০ হাজার ৫৯৪ টাকা হলেও মো.ইউনুছ আলী ২৯ লাখ টাকায় ইজারা পেয়েছেন।

এক বছরের ব্যবধানে হাট-বাজারগুলোর দর সর্বোচ্চ প্রায় ৩০ গুন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে সরকার পাচ্ছে রেকর্ড পরিমাণ রাজস্ব।

বিগত বছরগুলোতে সরকারদলীয় স্থানীয় সিন্ডিকেটের সমাঝোতা বাণিজ্যের কারণে সরকার হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব।

আর বিগত বছরগুলোতে ওই টাকা ভাগ-বাটোয়ারা হতো সিন্ডিকেট সদস্যদের মধ্যে।

সূত্র জানায়,ক্ষমতাসীনদলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক কোন্দলের কারণে এ বছর সিন্ডিকেটটি ভেঙ্গে যায়। সে জন্য এক লাফেই হাট-বাজারের অবিশ্বাস্য মূল্য বৃদ্ধি পায়।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন,এ বছর হাট-বাজার ইজারায় স্বচ্ছতা এবং রাজস্ব আহরণে একটি অনন্য মাইলফলক অর্জিত হয়েছে।

কিছু কিছু হাট-বাজারের ইজারা মূল্য প্রায় ২৫-৩০ গুণ বৃদ্ধি পেয়েছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব লাভ করায় স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর