নিয়োগে অর্থ আত্মসাৎ, বিপদে প্রধান শিক্ষক !


স্কুলের বিভিন্ন পদে নিয়োগকে কেন্দ্র করে অর্থবানিজ্যর অভিযোগে গণরোষে পড়েছেন টাঙাইলের মির্জাপুরের এডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অর্থআত্মসাদের ঘটনায় তাকে সহযোগিতা করেছেন স্কুলের সভাপতি তমিজ উদ্দিন। এমন অভিযোগে তাদের দু’জনের বিচার চেয়ে এলাকায় জনরোষের তৈরি হয়েছে। তারা সভাপতির অপসারণ ও প্রধান শিক্ষকের শাস্তিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন।
বুধবার এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, টাঙাইলের মির্জাপুর খাটিয়ার ঘাট এলাকার এডিএম উচ্চ বিদ্যালয়ের স্কুলের আয়া, ঝাড়ুদারসহ কয়েকটি পদে নিয়োগ এর কথা বলে সিন্ডিকেট করে জন প্রতি ১০ লাখ টাকা অর্থ নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতি। সম্প্রতি কয়েকজন এর কাছে থেকে এভাবে টাকা নেওয়ার প্রমাণ পাওয়ায় স্থানীয় জনতা স্কুল কক্ষে আটক করে চড়াও হন।
সংশ্লিষ্ট কয়েকজন জানান, চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের রেফারেন্স উল্লেখ করে প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছেন স্কুলের সভাপতি তমিজ উদ্দিন। এতে তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন স্কুলের প্রধান শিক্ষক।
এ নিয়ে এলাকাবাসী কয়েকদফা বৈঠক করেছেন।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়।