প্রথম ম্যাচের নায়ক মালানকে ফেরালেন মিরাজ
আপডেট: March 3, 2023
|


সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে ২৫ রানে ফিল সল্টকে হারানোর পর অবস্থান ক্রমশ শক্ত করছিল সফরকারী ইংল্যান্ড। তাতে বাধা হয়ে দাঁড়ালেন মেহেদি হাসান মিরাজ। তিনি বোল্ড করে প্যাভিলিয়নে ফেরালেন অর্ধশতক করা জেসন রয়কে সঙ্গ দেওয়া দাউয়িদ মালানকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ব্যাট করতে নেমে ১৫ বল খেলে ব্যক্তিগত ৭ রানে আউট হন ওপেনার ফিল সল্ট। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন এ ব্যাটার।
সল্টকে হারিয়ে দৃঢ়তার সঙ্গে ব্যাট চালিয়ে যাওয়া শুরু করেন জেসন রায়। তার ৬০ রানে ভর করে ১৫ ওভার তিন বলে ৮৩ রান করে ইংল্যান্ড।
ম্যাচের ১৬তম ওভারের তৃতীয় বলে মালানকে বোল্ড করে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটান মিরাজ।