গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭

আপডেট: March 3, 2023 |
Boishakhinews24.net 38
print news

গ্রিসে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৫৭তে পৌঁছেছে।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় মৃতদেহ পরীক্ষার দায়িত্বে থাকা ১০ করোনারের একজন এলিনা জাগেলিদিউ বিবিসিকে বলেছেন, ৫৭টি মৃতদেহ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

দেশটির সরকারের এক মন্ত্রী বলেছেন, এক যুগ আগে গ্রিসে অর্থনৈতিক সংকট চলাকালে যে কৃচ্ছ্রতা সাধন করতে হয়েছে, তাতে রেলওয়েতে বিনিয়োগ কমে গেছিল।

রেলওয়ে খাতে সরকারের অবহেলাকে দোষারোপ করে, মঙ্গলবারের ট্রেন দুর্ঘটনার পর বৃহস্পতিবার একদিনের ধর্মঘটও পালন করেছেন রেলকর্মীরা।

এদিকে টানা দ্বিতীয় দিন এথেন্স ও থেসালোনিকি লারিসা শহরের কাছে ঘটা দুর্ঘটনায় ক্ষুব্ধ দুই হাজারেরও বেশি মানুষের বিক্ষোভ দেখেছে।

“আমরা রেল কোম্পানি, সরকার ও আগের সরকার যারা রেলওয়ের অবস্থার উন্নতিতে কিছুই করেনি, তাদের ওপর ক্ষুব্ধ,” বলেছেন এথেন্সে বিক্ষোভে অংশ নেওয়া পেনশনভোগী স্তাভরস নান্তিস।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে সাড়ে তিনশ যাত্রীকে বহন করা একটি ট্রেন একই পথে থাকা একটি কার্গো ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিকভাবে কয়েকটি বগিতে আগুন ধরে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর