বগুড়ার শাজাহানপুরে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত

আপডেট: March 4, 2023 |
inbound3920551502899310978
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় দিনদুপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে বসতবাড়ির ৪টি কক্ষ । এসময় ঘুমিয়ে থাকা ২ বছর বয়সী এক শিশুপুত্র আল্পের জন্য রক্ষা পেয়েছে।

শনিবার ০৪ মার্চ দুপুর দেড়টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মোন্নাপাড়া গ্রামের মৃত আশরাফ আলী ওরফে বাবলু ফরিরের ছেলে আমানুল্লাহ ফকিরের বসতবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় ৬-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

আমানুল্লাহ ফকিরের স্ত্রী লিমা বেগম জানান , তার মোবাইল ফোনের চার্জার নষ্ট হয়ে যাওয়ায় পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে যান।

মোবাইলে চার্জ দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে ঘরের জালানা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধুয়া বের হতে দেখেন।

এসময় তার ২ বছর বয়সী শিশুপুত্র ঘরে ঘুমিয়ে ছিল। সাড়ে ৩ বছর বয়সী অপর শিশুপুত্র বাড়ির উঠানে খেলা করছিল।

ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে ঘর থেকে ঘুমান্ত শিশুটিকে বের করেন।তার চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসেন।

ততক্ষনে মুহুর্তের মধ্যে ৪টি কক্ষে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।

তিনি আরও জানান, তার স্বামী ঢাকায় বসুন্ধরা গ্রুপের বিটুমিন কারখানার গাড়ী চালকের চাকরি করেন।বহু বছর ধরে তিনি ঢাকায় থাকেন।

আনেক কষ্টে ৪ কক্ষ বিশিষ্ট ইটের টিনসেড বাড়ি করেছেন।আগুনে কক্ষে থাকা টিভি, ফ্রিজ,সেলিং ফ্যান,সোফা,আলমারি,বাক্সে জামাকাপড় থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এতে করে প্রায় ৬-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। এখন নিঃস্ব অবস্থায় দুই শিশুপুত্রকে নিয়ে দিশেহারা পড়েছেন।

সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম উজ্জ্বল জানান,আগুন লাগার পরপরই গ্রামের মসজিদের মাইকে ঘোষণার সাথে সাথে আশপাশের নারী- পুরুষ যে যার মত করে পানি নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিভে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে খোঁজখবর নেয়া হয়েছে।

উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগুন লাগার কারণ নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

তবে বৈদ্যুতিক হট শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

Share Now

এই বিভাগের আরও খবর