অক্সিজেন প্ল্যান্টে দুর্ঘটনায় কবলিত মানুষের পাশে চট্টগ্রাম জেলা প্রশাসক


মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: অদ্য শনিবার, বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় চট্টগ্রামের সীতাকুণ্ড সীমা অক্সিজেন প্ল্যান্টে মর্মান্তিক সিলিন্ডার বিস্ফারণে নিহত এবং আহতদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে খোলা হয়েছে জেলা প্রশাসক সহায়তা কেন্দ্র এবং কন্ট্রোল রুম।
ইতিমধ্যেই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে সহায়তা দেবার ঘোষণা দেয়া হয়েছে।
এ ছাড়া আহতদের সার্বিক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
আহতদের কল্যাণে চিকিৎসা সহায়তা কন্ট্রোল রুম নাম্বার 01882711564