বগুড়ায় ট্রাক চাপায় আজিজুল হক কলেজ শিক্ষার্থী নিহত


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ট্রাক চাপায় মোঃ রাফসান মিয়া(২৩) নামের আজিজুল হক কলেজে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (০৪ মার্চ) রাত সোয়া ৮ টার দিকে বগুড়া শহরের নুরানী মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফসান মিয়া বগুড় শহরের বাদুরতলা এলাকার অরুণ মিয়ার ছেলে।
বগুড়া ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটি এসআই লালন হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত রাফসান মিয়া সরকারি আজিজুল হক কলেজের ফিন্যাশ এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এসআই লালন হোসেন জানান,শনিবার রাত সোয়া ৮ টার দিকে নুরানী মোড়ে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিলেন রাফসান।
এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে রাফসানকে আহত অবস্হায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।