সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে তিন জনের মৃত্যু

আপডেট: March 6, 2023 |
ছবি 9
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে গাড়িচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার খাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। অপর জনের নাম জানার চেষ্টা করছে পুলিশ।

ওসি বলেন, সকাল ৬টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের সিরাজগঞ্জের মান্নান নগর এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি হাটিকুমরুল থানায় নিয়ে যায়।

এদিকে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে বাগেরহাটের ফকিরহাটের কাকডাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর