সিংগাইরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: March 7, 2023 |

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর থানায় সদ্য যোগদানকারী ওসি সৈয়দ মিজানুর ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথেএক মতবিনিময় সভা করেছেন। সোমবার (৬ মার্চ) রাত ৮ টায় থানার গোলঘরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অসংগতি তুলে ধরে তারা মানুষের সেবা দিয়ে থাকেন । পুলিশ ও সংবাদকর্মীদের কাজের উদ্দেশ্য ও লক্ষ্য প্রায় একই। পারষ্পারিক সমন্বয় করে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, কিশোর গ‍‍্যাং, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো, সেকেন্ড অফিসার এস,আই রাকিবুল ইসলাম।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বাদশাহ (দৈনিক ভোরের কাগজ ), মো. সিরাজুল ইসলাম (দৈনিক আমাদের অর্থনীতি), মো. সোহরাব হোসেন ( দৈনিক নয়াদিগন্ত), মো. সাইফুল ইসলাম তানভীর (দৈনিক দেশ রূপান্তর), মো. আতাউর রহমান (দৈনিক মানবজমিন), মো. রাকিবুল হাসান বিশ্বাস (দৈনিক প্রতিদিনের সংবাদ) মোহাম্মদ আলী রিপন( দৈনিক সমকাল), মোস্তাক আহম্মেদ( দৈনিক মানবকন্ঠ), আল মামুন (দৈনিক আজকালের খবর) , মো. মোবারক হোসেন (দৈনিক কালের কন্ঠ), রিয়াজুল ইসলাম (বাংলা টিভি), আবুল কালাম (৭১ বাংলা টিভি), ইমরান হোসেন ( এশিয়ান টিভি), সুজন মাহমুদ (দৈনিক আজকের পত্রিকা), মিলন মাহমুদ (দৈনিক অধিকার), মশিউর রহমান শামীম (দৈনিক আমাদের সময়), হাবীবুর রহমান রাজীব (দৈনিক আমার সংবাদ), মাহমুদুল হাসান ( দৈনিক বাংলাদেশ সমাচার), এফ এম ফজলুল হক (পৃথিবী প্রতিদিন ) মোঃ আতিকুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ ), সানোয়ার হোসেন (স্বদেশ বিচিত্রা) প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর