তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট: March 7, 2023 |
Boishakhinews24.net 88
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুর খুবজিপুর ইউনিয়নে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সম্মানিত আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো: শামীম আশরাফ স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, রাজশাহী অঞ্চলের সম্মানিত উপপরিচালক ড. মো: মোতালেব হোসেন , তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সম্মানিত মনিটরিং অফিসার মো: সাজ্জাদ হোসেন ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ , অতিরিক্ত কৃষি অফিসার সাবিয়া সুলতানা এবং খুবজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুনিরুল ইসলাম দোলন মহোদয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মতিয়র রহমান।

মাঠ দিবস বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেছেন খুবজীপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং শাকিল আহম্মেদ।

প্রদর্শনী কৃষক মো: শফিকুল ইসলাম রেজো প্যাটার্ন ভিত্তিক প্রদর্শনীতে ৫০ শতাংশ জমিতে বারি সরিষা-১৪ চাষ করেন এবং প্রযুক্তি বাস্তবায়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রকল্পটির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেলজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর