ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: March 11, 2023 |
ডুবে 1
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পানিতে ডুবে ইয়াসিন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার কাস্টসাগরা গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
সকালে অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করছিল ইয়াসিন। এক পর্যায়ে শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।

পরে পাশ্ববর্তী পুকুরে শিশুটির দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.তাহিয়া মেহনাজ জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যুু হয়।

Share Now

এই বিভাগের আরও খবর