‘চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হতে হবে’

আপডেট: March 11, 2023 |
Gazipur Small Cottage Industry Fair pic 2
print news

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব ড. মো. আলমগীর হোসেন বলেছেন, বিসিক থেকেই বড় বড় শিল্প কারখানা তৈরি হয়েছে। তিনি চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হতে হবে।

গাজীপুরে আজ শনিবার থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ১০দিন ব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উদ্যোক্তাদের দেশ প্রেম, ইনোভেটিভ ও ক্রিয়েটিভ মানসিকতা থাকতে হবে।

বিসিক’র উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৫০টি স্টল বসেছে। ১০দিন ব্যাপী এ মেলা শেষ হবে ২০ মার্চ।

গাজীপুরের জেলা প্রশাসক বলেন, আমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে চাই। যাদের উৎপাদিত পণ্য অনলাইন প্লাটফরম তৈরি করে দেশের চাহিদা মেটায়ে রপ্তানীও করা সম্ভব। তাই তিনি দেশের বিভিন্ন স্থানে মেলাসহ অনলাইন মার্কেট তৈরির আহŸান জানিয়েছেন।

সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান এ মেলার উদ্বাধন করেছেন। এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। এতে বক্তব্য রাখেন বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব ড. মো. আলমগীর হোসেন, গাজীপুর বিসিক’র উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। এর আগে বেলুন উড়ায়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসন, ক্ষুদ্র উদ্যোক্তা ও বিসিকের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

 

Share Now

এই বিভাগের আরও খবর