ধামইরহাটে ডাচ বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেট: March 12, 2023 |
20230312 174654 11zon
print news

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) ধামইরহাট পৌর সদরের প্রাণকেন্দ্র আমাইতাড়া বাজারে শহীদ ওসমান গনি মন্ডল স্মরনি কমপ্লেক্সে আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ডাচ বাংলা ব্যাংকের ‘ভাই ভাই লাইট হাউস’ এজেন্ট শাখার উদ্বোধন ঘোষনা করেন ডাচ বাংলা ব্যাংকের বগুড়া রিজিওয়াল হেড ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে নওগাঁ জোনের সিনিয়র এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন ‘ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এমন একটি ব্যাংক সিস্টেম, যা অনলাইন পদ্ধতিতে মানুষের দোড়গোড়ায় ইতিমধ্যেই পৌঁছে গেছে, আগে যেভাবে মানুষের কষ্টে উপার্জিত অর্থ প্রতারনা ও বিভিন্ন ভাবে হারিয়ে ফেলতো, সেখান থেকে গ্রাহককে ডাচ বাংলা ব্যাংক নিশ্চিত ভাবে লেনদেনের মাধ্যমে যুগযোপযোগী সেবা প্রদান করে যাচ্ছে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ, নওগাঁর সিনিয়র সেলস মানেজার সোলাইমান আলী শেখ, হারুনুর রশীদ, আলমপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওসমান গনি মন্ডল, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক, প্যানেল মেয়র মেহেদী হাসান, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, আমাইতাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, এজেন্ট শাখা ভাই ভাই লাইট হাউজ এর স্বত্বাধিকারী মো. এবাদত হোসেন, মঙ্গলবাড়ী এজেন্ট শাখার রবিউল ইসলাম, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মহব্বত হোসেন, সাংবাদিক আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর