কাঁঠালিয়ায় ২০৫টি গাজা গাছসহ চাষি গ্রেফতার

আপডেট: March 12, 2023 |
IMG 20230312 153516 11zon
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০৫ টি গাঁজাগাছ উদ্ধার করেছে ঝালকাঠির কাঁঠালিয়া থানা পুলিশ। শনিবার রাতে এই অভিযানে দুজন গাঁজাচাষিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো পাটিকেলঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের গণেশ বেপারীর দুই ছেলে ৬০ বছর বয়সী রমেন বেপারী এবং ৪৬ বছর বয়সী পরেশ বেপারী। তারা দুজনেই নিজেদের জমিতে পেয়ারা বাগানের মধ্যে গাঁজার চাষ করছিলো। এতথ্য গনমাধ্যমকে জানিয়েছে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ আলী।

তিনি জানান, আটককৃত গাঁজাচাষীদের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার হয়েছে। মামলা রুজু করে আসামীদের রোববার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর