গুলশানে অভিজাত ‘নূরী’র যাত্রা
আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যেদিয়ে যাত্রা শুরু করলো অভিজাত ফ্যাশন হাউজ নুরী (Noori)। সম্প্রতি গুলশান-১, পুলিশ প্লাজা, লেভেল -টুতে এর ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি)।উদ্বোধন শেষে মন্ত্রী Noori হাউজ ঘুরে দেখেন।
মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশির শীল, জাতীয় অ্যাসেম্বলি (সেক্রেটারি টু অল পার্লামেন্টারি কমিটি), মাহবুবুর রহমান (প্রেসিডেন্ট আওয়ামীলীগ, ফ্লোরিডা, আমেরিকা), মাহমুদুর রব, জেনারেল ম্যানেজার , প্রশাষন ( তিতাস গ্যাস), শরিফুর রহমান, ( তিতাস গ্যাস), পরিচালক অর্থ, নূরীর কর্ণধার ফাতেহা নূরী, (ডেইলি ওমেন বাংলাদেশ)-এর ফ্যাশন এডিটর সোনিয়া আক্তার, বিজনেস এডিটর রুহানী, কবি আফরিনা পারভিনসহ বিশিষ্ট ব্যবসায়ি ও ফ্যাশন জগতের নানা ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাতেহা নূরী বলেন, ‘ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে সেরা ব্রান্ডের লেডিস ও গার্লদের জন্য আমরা আকর্ষনীয় ডিজাইনের শাড়ি গাউন, সালোয়ার-কামিজ, বিশ্বমানের লেডিস ব্যাগ, পার্টি ব্যাগ, ঘড়ি ও নানা ডিজাইনের জুতা রেখেছি। আশাকরি রুচিশীল ক্রেতারা এগুলো পছন্দ করবেন।’