ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াল রাশিয়া


যুদ্ধের মধ্যেই কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে রাশিয়া। এ চুক্তির মেয়াদ ৬০ দিনের জন্য বাড়িয়েছে দেশটি।
সোমবার জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে নিজেদের মত জানায় মস্কো। যদিও এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে চার মাস বাড়ানোর প্রস্তাব করেছিলো। খবর এএফপি।
এ বিষয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, ব্ল্যাক সি ইনিশিয়েটিভের মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হবে। তবে পরবর্তী সময়ে এটি প্রতিশ্রুতি নয়, বরং কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
রাশিয়া আরও জানিয়েছে, বিদ্যমান চুক্তিটির মেয়াদ আরও বাড়ানোর আগেই দেশটি এ বিষয়ে ‘বাস্তব অগ্রগতি’ দেখতে চায়।
এ নিয়ে তৃতীয় দফা সময় বাড়াল রাশিযা। আগামী ১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়। এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়।