গাজীপুর রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

আপডেট: March 14, 2023 |
inbound6228870714702192302
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের.ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

আজ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন পুলিশ কমিশনা মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, গাজীপুর কাঁচামাল আরৎ মালিক গ্রুপের সভাপতি আব্দুস সোবাহান, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া,
সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা ।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভোক্তা অধিকারের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রতিনিধ ও মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যানজট এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির ওপর গুরুত্বারোপ করা এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলাসহ যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানান, কমিশনার মোল্লা নজরুল ইসলাম

Share Now

এই বিভাগের আরও খবর