বগুড়া ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি,গাঁজাসহ মোঃ মইনুল ইসলাম ওরফে সুজন(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ মার্চ) ১২.৫৫ ঘটিকার সময় বগুড়া, ডিবি পুলিশের একটি টিম শেরপুর উপজেলাধীন ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা গ্রামস্হ জনৈক আবুল কালাম এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি গাঁজাসহ মইনুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন পাবনা জেলার ঈশ্বরদী থানার রুপপুর
(পাকার মোড়) এলাকার মৃত মহসিন আলীর ছেলে। তার বর্তমান ঠিকানা লালমনিরহাট জেলা সদরের মাষ্টার পাড়া এলাকায়।
বগুড়া, ডিবি পুলিশের (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান,গ্রেফতারকৃত মইনুল ইসমামের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।