পাকিস্তানে বিস্ফোরণে নিহত ২

আপডেট: March 15, 2023 |
Boishakhinews24.net 253
print news

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ২ জন। এতে আহত হয়েছেন আরও ৮ জন। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি।

খুজদারের জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা (এসএসপি) ফাহাদ খোসা জানিয়েছেন, দো তালোয়ার চকের কাছে সুলতান রোডে বিস্ফোরণটি ঘটে।

তিনি আরও বলেন, যে বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেটি চুম্বক দিয়ে গাড়ির সঙ্গে সংযুক্ত করা ছিল। দূরবর্তী ডিভাইসের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ফলে গাড়িতে থাকা ডন সাংবাদিক ওয়াহিদ শাহওয়ানির ছেলে ২০ বছর বয়সী নাভিদ শাহওয়ানি ও আমানুল্লাহ নামে একজন ব্যবসায়ী নিহত হয়। পাশাপাশি আরও আটজন আহত হন।

এসএসপি ফাহাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপরাধীরা ওই ব্যবসায়ীকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি এক বিবৃতিতে এমন সন্ত্রাসী হামলার নিন্দা জানান। বিবৃতিতে তিনি আরও বলেন, যারা নিরপরাধ বেসামরিক মানুষকে টার্গেট করছে তাদের জাতি বা ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনকি তাদের মানুষও বলা যায় না।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জোও এই হামলার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সূত্র: ডন

Share Now

এই বিভাগের আরও খবর