করিমগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

আপডেট: March 15, 2023 |
ছবি 9
print news

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. তৌহিদ মিয়া (৩৫) নামের এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে পৌরসভার চরপাড়া গ্রা‌মে ঘটনা ঘটে। মৃত মো. তৌ‌হিদ মিয়া চরপাড়া গ্রা‌মের মৃত শাহেদ আলীর ছেলে।

ক‌রিমগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু মিয়া বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, ভোরে তৌহিদ মিয়া তার বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে তৌহিদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর