ডাচ-বাংলার টাকা ডাকাতি : মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

আপডেট: March 18, 2023 |
Boishakhinews24.net 326
print news

ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় আরেক মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে সাভার থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। সেইসঙ্গে তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ বলছে, এ নিয়ে মোট উদ্ধার হলো আট কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া সোহেলের কাছ থেকে ডাকাতির টাকায় কেনা একটি নোয়াহ গাড়ি জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোহেল রানা একসময় মানি প্লান্টে চালকের চাকরি করতেন। এ ঘটনায় সাত ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

এ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। ডিবি জানায়, ডাকাতির টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করে। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর