নারায়ণগঞ্জে আবাসিক ভবনে আগুন, নিহত ১

আপডেট: March 18, 2023 |
Boishakhinews24.net 327
print news

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছে।

আহতরা হলেন- রবি দত্ত, হোসেন ও হযরত আলী

শনিবার সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের তালপট্রি এলাকার একটি দুই তলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির নিচ তলায় ডালের গুদাম ছিল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মণ্ডলপাড়া ফায়ার স্টেশন অফিসার হামিদুর রহমান।

তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ সদরে একটি বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন আহত আরো তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর