চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিকে পুরস্কার প্রদান

আপডেট: March 18, 2023 |
Boishakhinews24.net 353
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি:নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠ প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি করা হয়েছে।

সিংড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় অংশ গ্রহণকারী মোট ২৭টি স্টলের মধ্যে চারজনের মাঝে শ্রেষ্ঠ স্টল প্রথম, দ্বিতীয় ও যৌথভাবে তৃতীয় স্থান ক্রেস্ট এবং বাঁকী ২৩টি স্টলে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়।

আর শ্রেষ্ঠ স্টল প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, দ্বিতীয় স্থান অর্জন করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন রাজ্যভ্যালি ও জেসমিনের কেঁচো সার।

সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্টলের বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান ও মাহমুদুল হাসান প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর