শনিবার মুক্তি পাবে শর্টফ্লিম ‘স্বপ্নের ভালবাসা’

আপডেট: March 19, 2023 |
Untitled
print news

আগামী ২৫ মার্চ শনিবার মুক্তি পেতে যাচ্ছে বাস্তবমুখী গল্পে নির্মিত শর্ট ফ্লিম ‘স্বপ্নের ভালবাসা’।

পরিচালক রাশেদুল ইসলাম পরিচালিত এ শর্ট ফ্লিমটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এতে নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন ডাঃ জুয়েল রানা ।এছাড়াও অভিনয় করেছেন প্রফেসর নজরুল ইসলাম, ডালিম ঢালী, তন্ময় বিশ্বাস  ও  অভিনেত্রী জুই আক্তার।

পরিচালক রাশেদুল ইসলাম বলেন, স্বপ্নের ভালবাসার কাহিনী ভালোবাসার একটা বাস্তবমুখী গল্প।আশা করছি দর্শকদের খুব পছন্দের একটি কাজ হবে এটি।

তিনি আরও বলেন, কখনই আমি অনেকের মতো দর্শক বাড়ানোর জন্য মানহীন প্রোডাকশন নির্মাণ করিনি । শুধুমাত্র ইউটিউবে ভিউ কখনো শিল্পের মানদণ্ড হতে পারে না।

এর আগে রাশেদুল ইসলামের ইনহেলার, কল বয়, জন্মদাতা, নেশা, পরকিয়ার অন্তরালে, নারীসহ বেশ কিছু নির্মাণ দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে । এখনও প্রকাশের অপেক্ষায় রয়েছে ইফতার, হিল্লা বিবাহসহ বেশ কয়েকটি শর্ট ফিল্ম ।

Share Now

এই বিভাগের আরও খবর