গাজীপুর স্কুলে শিক্ষার্থীদের তৈরি পোশাক বিতরণ


মাসুদ পারভেজ গাজীপুর প্রতিনিধি: প্রভাত ফেরী পাঠশালা স্কুলে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন উদ্যোগে
স্কুলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে আজ রোববার এ উপকরণ বিতরণ করা হয়।
রান ফরবেটর বাংলাদেশ যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শবরাত হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিসিএম বাংলাদেশ, ট্রেনিং কাম ম্যানেজার মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ঝুমুর ঝুমা।
এ সময় স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন এবং স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে তৈরি পোশাক বিতরণ করা হয়।