ইবি জুম্ম ছাত্র কল্যাণ সমিতির নবীণবরণ ও প্রবীণ বিদায়

আপডেট: March 20, 2023 |
inbound1042462347282267176
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আদিবাসী শিক্ষার্থীদের জুম্ম ছাত্রকল্যাণ সমিতির বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ সংলগ্ন পেয়ারা তলায় এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক অংথিনমং মারমার সভাপতিত্বে এবং সূচানা ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার শিক্ষাবিদ ও সমাজ সেবক অংপ্রু মারমা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন, বাংলা বিভাগের অধ্যাপক ড.শেখ রেজাউল করিম, অধ্যাপক ড.নাসরিন আক্তার, অধ্যাপক ড. মনজুর রহমান, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সভাপতি এ. এইচ. এম নাহিদ এবং ডেপুটি রেজিস্ট্রার মো. নাসির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে অংপ্রু মারমা বলেন, কয়েক বছর আগেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাতেগোনা কয়েকজন আদিবাসী শিক্ষার্থী ছিলো যা এখন অনেক বেড়ে গেছে।

এই বিশ্ববিদ্যালয়ে জুম্ম ছাত্র কল্যাণ সমিতির মতো সংগঠন আছে বলেই পাহাড় থেকে অভিভাবকরা তাদের সন্তানদেরকে এখানে পাঠাতে পারছে।

আমি আশাকরি আজকের এই শিক্ষার্থীরা যেখানেই থাকুক নাহ কেনো তাদের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, ঐতিহ্য সবার সামনে তুলে ধরবে এবং নিজের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, আজকের এই প্রবীণদের বলতে চাই প্রত্যাশা লাগাম করতে হবে।

বিসিএস সবাই চাই, কিন্তু সবার আগে নিজের সামর্থ্য অনুযায়ী সেটা প্রাইমারি স্কুলেও হোক সেটা অর্জন করা। আর নিজের স্বকীয়তাকে ধরে রাখতে হবে। কোনভাবেই নিজের স্বকীয়তাকে বিলিয়ে দেওয়া যাবে না।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান থেকে আগত আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন জুম্ম ছাত্র কল্যাণ। মূলত, চাকমা ভাষায় আদিবাসীদের জুম্ম বলা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর