গুরুদাসপুরে পাট বীজ উৎপাদনকারী চাষীর প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: March 20, 2023 |
inbound1867003568537697098
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: সোনালী আশঁর সোনার দেশ মুজিব বর্ষে বাংলাদেশ প্রতিপাদ্দ্যে নাটোরের গুরুদাসপুরে উন্নত প্রযুক্তি নির্ভর ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে পাটবীজ উৎপাদন কারী চাষীদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (২০ মার্চ) সোমবার গুরুদাসপুর উপজেলা হল রুমে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় পাট অধিদপ্তরের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন জুয়েল, গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিউর রহমান, কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুনছুর আলী, সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু প্রমূখ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান সহকারি পরিচালক পাঠ অধিদপ্তর ঢাকা অনুষ্ঠানে বক্তারা পাটের উপকারিতা সহ পাটের বীজ বপন রক্ষণাবেক্ষণ এবং উৎপাদন নিয়ে পাট চাষীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এবং পাট চাষে সবাইকে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক পাট চাষী উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর