টেক্সাসে স্কুলে গোলাগুলি, ১ ছাত্র নিহত

আপডেট: March 21, 2023 |
inbound972427330895958930
print news

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলের সামনে গুলিতে এক ছাত্র নিহত হয়েছে।

অঙ্গরাজ্যটির আর্লিংটন শহরে স্থানীয় সময় সোমবারের এ হামলায় আরও এক ছাত্রী আহত হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএন।

ডলাসের পশ্চিমের ওই শহরটির লামার হাই স্কুলের বাইরে সকাল ৭টার কিছুক্ষণ আগে হামলার খবর পায় পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয় সেখানেই।

পুলিশের মুখপাত্র টিম সিসকো বলেন, স্কুলটির কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৭টার পর। হামলার সময় অধিকাংশ শিক্ষার্থীই এসে পৌঁছায়নি। একজন সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু সন্দেহভাজন একজন কিশোর, তাই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর