সিংগাইরে জমিসহ ঘর পাচ্ছে আরও ১৬৬ পরিবার


সোহরাব হোসেন,সিংগাইর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর চতুর্থ ধাপে জমিসহ ঘর পাচ্ছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আরও ১৬৬টি পরিবার। এর মধ্যে প্রকল্পের টাকায় ১৬৩টি ও উপজেলার রাজস্ব তহবিলের আওতায় ৩টি।
বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী সাড়া দেশে ১৫৯ টি উপজেলায় একযুগে ৪০ হাজার ঘর ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এ প্রকল্পের আওতায় ৪টি ধাপে সিংগাইর উপজেলার ৪০৪ টি পরিবার পেল স্থায়ী ঠিকানা।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতিপূর্বে ৩ ধাপে ক শ্রেনীর ২৩৮টি ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর দেয়া হয়। গত ২৩ ফেব্রুয়ারি এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
তারপরেও যদি কেউ গৃহহীন থাকে তাকেও তালিকায় এনে জমিসহ ঘর প্রদান করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে সহজ শর্তে ঋন দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সর্বোপরি তাদের মৌলিক চাহিদা পূরণে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. জালাল উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেট্্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।