ইবিতে মেসডা’র নবীনবরণ ও প্রবীণ বিদায়

আপডেট: March 21, 2023 |
inbound5148714938660429087
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) নবীনবরণ ও প্রবীণবিদায়-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২ টার দিকে সংগঠনটির উদ্যোগে টিএসসিসি’র ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেসডার সভাপতি এস এম মাহমুদুল তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।

অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, সংগঠনটির উপদেষ্টা মো. সাহাবুদ্দিন শেখ, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, মেসডার সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ প্রমুখ।

এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী স্মারক, কৃতী স্মারক প্রদান করা হয়। এরপর খেলাধুলা,র‍্যফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর