কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
রাজধানীর শেরে বাংলানগর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও শাকিব (২৯)।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে আগারগাঁও শিশুমেলা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রাশেদের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় শাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লিটন মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুমেলা সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালক মনির হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য রাশেদের মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ও শাকিবের মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।