বগুড়ায় টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট: March 23, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে আমিনুল ইসলাম নামের এক যুবক খুন করেছে প্রতিপক্ষরা।

নিহত আমিনুল ইসলাম আদমদিঘী উপজেলাধীন নসরাতেুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দক্ষিণপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

বুধবার(২২ মার্চ) দিবাগত রাত ১০ টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নসতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রোমে এই ঘটনা ঘটে।এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।

ওসি রেজা জানান,লক্ষ্মীপুর গ্রামে শাহিনের নেতৃত্বে ২০থেকে ২৫ জন সদস্যের একটি চক্র জমি কেনাবেচাসহ নানারকম বিচার সালিসে তদবিরের কাজ করতেন।সেই গ্রুপের সদস্য ছিলেন আমিনুল ইসলাম।

কয়েক দিন আগে এক জমি কেনাবেচা নিয়ে এই চক্রের হাতে দুই লাখ টাকা আসে। টাকাগুলো তাদের দলনেতা শাহিনের কাছেই ছিল।

এই টাকা ভাগাভাগি নিয়ে বুধবার রাতে লক্ষ্মীপুর গ্রামে শেখ রাসেল ক্লাবের সামনে বৈঠক বসে। ওই বৈঠকে টাকা ভাগাভাগি নিয়ে আমিনুলের সাথে দলনেতা শাহিনের দ্বন্দ্ব হয়।

এই নিয়ে বৈঠক শেষে শাহিন ও তার সহযোগীরা মিলে আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

আমিনুলের ডাক চিৎকার শুনে স্হানীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখাকার কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।

ওসি জেরা আরও জানান, এই ঘটনা সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান রাত থেকেই চলর। এবিষয়ে মামলা ত্রুকিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর