বান্দরবানের থান‌চি বাজারে আগুন

আপডেট: March 25, 2023 |
inbound7832419544531157372
print news

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থান‌চি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

শ‌নিবার সকাল সা‌ড়ে ৮টার দিকে এ আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা।

তিনি বলেন, বাজারের দক্ষিণ কোণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

থানচি ফায়ার স্টেশনের সাব অফিসার ইসমাইল মিয়া বলেন, বাজারের টিএন্ডটি পাড়ার একটি মারমা চা দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ভয়াবহতা বেশি হওয়ার কারণে পার্শ্ববর্তী উপজেলা আলিকদম থেকেও ফায়ার ইউনিট আসতেছে।

আগুনে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে অর্ধশত দোকান পুড়ে গেছে বলে ধারণা উপজেলা চেয়ারম্যানের।

Share Now

এই বিভাগের আরও খবর